মাগুরায় ৪ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে বুধবার বিকাল সাড়ে ৪টায় এ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা ও সফল চাষী ফেরদৌস আহমেদ দিদার।
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী এ কৃষি মেলায় সরকারি বে-সরকারি ভাবে বিভিন্ন কৃষি পণ্য নিয়ে ১৫টি স্টল দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন