মাদারীপুরে ট্রাক ড্রাইভার খুনের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

নাহিদ জামান : মাদারীপুর মঠের বাজার এলাকায় এনায়েত মল্লিক (৪৫) নামক এক ট্রাক ড্রাইভার কে নৃশংস খুন করা হয়। খুনের প্রতিবাদে ট্রাক শ্রমিক ইউনিয়ন মানববন্ধনও করেছে।

রবিবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে মাদারীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

মাদারীপুর শ্রমিক নেতাদের দাবি এমন ঘটনা যেন আর কখনও কেউ করতে সাহস না পায়, সেজন্য খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর এনায়েত মল্লিক শরিয়তপুরে ট্রাক ভর্তি চাল নিয়ে শরীয়তপুরে যায়। ফিরে আসার পথে মঠের বাজার এলাকায় সকালের নাস্তা করার সময় পার্কিং এ রাখা তার ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ব্যাটারী চালিত আটো গাড়ি।

এনায়েত মল্লিক দৌড়ে এসে জানতে চাইলেন কেমন করে পার্কিং এ রাখা গাড়ির সাথে ধাক্কা লাগলো। সাথে সাথে আচমকা একদল সন্ত্রাসী হামলার শিকার হয় অসহায় ট্রাক চালক এনায়েত মল্লিক।
পাষণ্ড সন্ত্রাসীদের অমানুষিক নির্যাতনে প্রাণ যায় ট্রাক ড্রাইভারের। মুখের ভেতর ব্লেড ঢুকিয়ে এলোপাথাড়ি কিলঘুষি দিতে থাকে তারা।

এ ঘটনায় ৩ জনকে আটক করেছে মাদারীপুর থানা পুলিশ।