মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ৬

মাদারীপুরের কালকিনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় এমারত সরদার (৪২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

সোমবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।এদিকে মাদারীপুর-৩ আসনে নির্বাচনে জয়লাভ করার পর নৌকার সমর্থকদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে তাহমিনা বেগমের সমর্থকদের বিরুদ্ধে।

রোববার রাত থেকে শুরু করে আজ সোমবার দুপুর পর্যন্ত কালকিনি উপজেলার মাছবাজার, ঠেংগামারা, কয়ারিয়া, আলীনগর, এনায়েত নগর ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঈগল প্রতীকের সমর্থকরা এ সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ। তিনি প্রশাসনের কাছে নিরহ ভোটারদের উপর এমন সহিংসতার বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান।

অপরদিকে সহিংসতার ঘটনায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্ট্রাকিং ফোর্স। এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে।