মাদারীপুরে ‘বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তির পথ ও উপকারিতা বিষয়ে মতবিনিময় সভা
মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ‘বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তির পথসমূহ এবং উপকারিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট খান মো. শহীদ। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন এ মতবিনিময় সভার আয়োজন করেছে। এসময় মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক উপস্থিত ছিলেন।
সভায় পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. ইব্রাহিম মিয়া। সভায় অন্যদের মধ্যে উপস্থিত এই প্রকল্পের সহকারী সমন্বয়কারী মাসুমুল হক, ম্যানেজার সোনিয়া সুলতানা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রেনিক মিডিয়ায় কর্মরত ২৫জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
এসময় বক্তারা বলেন, এ প্রকল্পের দুই বছরের মেয়াদকালে মোট ১৮৭টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। যা আদালতে ২০ বছর সময় লাগতো। এতে ৩৩ লাখ ৮৩ হাজার টাকা পেয়েছে সুবিধাভোগীরা। এতে আর্থিক ও সময় দুটোই সাশ্রয় হয়েছে। ফলে আদালতের উপর মামলার চাপ কমার সাথে সাথে কমেছে মামলা জট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন