মাদারীপুর বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জেলা হত্যা দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি : জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ এম কামরুজ্জামান ও ক্যাপটেন মনসুর আলীকে ১৯৭৫ সালে ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার (বর্তমানে জাদু ঘর) ঘাতকরা তাদেরকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে এই জাতীয় চার নেতাদের। তাই প্রতি বছর ৩ নভেম্বর তাদের স্মরণে পালিত হয়ে আসছে সারাদেশ ব্যাপী জেলা হত্যা দিবস।
তাই আজ শুক্রবার ৩ নভেম্বর জেলা হত্যা দিবস মাদারীপুরে পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে মাদারীপুর জেলা শাখার আওয়ামী লীগ বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে।
কর্মসুচি মধ্য রয়েছে সকালে পুরান বাজারের জেলা শাখার আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে, দলীয় কার্যালয়ের সামনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার আওয়ামী লীগের নেতারা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ এম কামরুজ্জামান ও ক্যাপটেন মনসুর আলীসহ শহীদের রুহের মাকফেরাদ কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
এ সব কর্মসুচিতে জেলা শাখার আওয়ামীলী, কৃষক লীগ, শ্রমীক লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী আইনজীব পরিষদেরসহ সর্ব এস্তরের নেতা-কর্মীরা ও সর্মথকরা অংশ গ্রহন করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন