জয় হল ভারতের, ইতিহাস হল পাকিস্তানের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পাওয়া পর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল সরফরাজ আহমেদের পাকিস্তান। এর ফলে নির্ধারণ হয়ে যায় ১ নভেম্বর শীর্ষ থাকা নিউজিল্যান্ডকে ভারত হারাতে পারলেই দুইয়ে নেমে যাবে কিউইরা।

সেই অনুযায়ী গতকাল বুধবারের ম্যাচ ভারত জয় পাওয়ায় প্রথমবারের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান।

এদিকে, টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পরই রয়েছে গেইল-স্যামুয়েলদের ওয়েস্ট ইন্ডিস। এছাড়া সেরা দশের বাকি ৭টি দেশ যথাক্রমে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।-দ্য ডন