মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর বর্ষণ ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে ঘিওরের কালীগঙ্গা নদীতে তরা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বর্ষণ বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধুদের সাথে নৌভ্রমণে বের হয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।
নিহত বর্ষণ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
র্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, বিকেলে তরা ব্রিজের নিচে বর্ষণের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নৌ-পুলিশ ও র্যাবের টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, বর্ষণের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের পরে জানা যাবে।
উল্লেখ্য, বুধবার সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া নিয়ে পশ্চিম সেওতা এলাকার ৩০-৩৫ জন সমবয়সী বন্ধু আরিচার যমুনা নদীতে নৌভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হন।
পথিমধ্যে দুপুর সাড়ে বারোটার দিকে ঘিওর উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় করার সময় দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যান।
এসময় সাদ্দাম নামের একজন সাঁতরে নৌকায় উঠতে পারলেও বর্ষণ নদীর স্রোতে ডুবে যান।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশ, নৌ ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন