মিতালিকে এক কোটি টাকার পুরস্কার দিলো তেলেঙ্গানা সরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজকে পুরস্কৃত করল তেলেঙ্গানা সরকার৷ এক কোটি টাকা ও বাড়ি তৈরির জন্য জায়গা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷

গত রবিবার লর্ডসে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে বিশ্বসেরা হওয়ার স্বপ্নভঙ হয় মিতালিদের৷ জয়ের কাছাকাছি পৌঁছয়েও অভিজ্ঞতার কাছে হার মানে ভারতীয় দল৷ মিতালিদের হাত থেকে জয় ছিনিয়ে চতুর্থবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড৷

বিশ্বসেরা না-হলেও বিশ্বকাপে মিতালি-ঝুলনদের পারফরম্যান্স মন জয় করে ক্রিকেট বিশ্বের৷ মিতালিদের সমর্থনে গলা ফাটান ১২৫ কোটি ভারতীয়৷ ট্রফি অধরা হলেও দেশে ফিরে সংবর্ধনায় ভাসেন ভারতীয় দলের ক্রিকেটাররা৷

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের ইনিংস খেলা হরমনপ্রীত কউরকে ডিএসপি-র চাকরির প্রস্তাব দেওয়া দেয় পঞ্জাব পুলিশ৷ উইকেটকিপার সুষমা ভার্মাকেও ডিএসপি হওয়ার প্রস্তাব দেয় হিমাচল প্রদেশ সরকার৷

শনিবার ক্যাপ্টেন মিতালিকে সংবর্ধনা দিল তেলেঙ্গনা সরকার৷ দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলার পাশাপাশি ব্যাটি হাতে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মিতালি৷ এর আগে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান ডে-তে ৬০০০ রান করে নজির গড়েন মিতালি৷

৩৪ বছরের হাদরাবাদির হাতে এক কোটি টাকা নগদ এবং বাড়ি তৈরির জন্য ৬০০ স্কোয়ার গজ পল্ট দেওয়া হয় তেলেঙ্গানা সরকারের তরফে৷ মিতালির পাশাপাশি এদিন তাঁর কোচ আরএসআর মূর্তিকেও সংবর্ধনা ও ২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হয়৷