মেসির বিয়েতে যাওয়ার ‘অপরাধে’ সুয়ারেসের ভাস্কর্য ভাঙচুর!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/185052suarez_kalerkantho_pic-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বার্সেলোনায় তারা তিনজন ‘এমএসএন’ হিসেবেই পরিচিত। মেসি, নেইমার, সুয়ারেস- ত্রয়ীকে বার্সেলোনার হৃৎস্পন্দন বলা হয়। বন্ধু মেসির বিয়েতে গিয়েছিলেন সুয়ারেস-নেইমার দুজনেই। ছিলেন সুয়ারেসের স্ত্রী সোফিয়া বালবি। সেই বিয়েতে যাওয়ার ‘অপরাধে’ এক মদ্যপ ব্যক্তির দ্বারা সুয়ারেসের ভাস্কর্য ভাঙচুর করার ঘটনা ঘটেছে!
গত জুলাই মাসে উরুগুয়ের সাতো শহরেই সুয়ারেসের ভাস্কর্যটি বসানো হয়েছিল। সেই ভাস্কর্যটিই গত রবিবার রাতে ভাঙচুর চালায় এক মদ্যপ। সুয়ারেসের ভূপতিত ভাস্কর্যটির পাশে একটি নোটও পাওয়া যায়। সেখানে লেখা আছে, ‘আমি মেসির বিয়েতে গেছিলাম, আমি দ্রুত ফিরে আসব। ‘
সুয়ারেসের স্ত্রী ড্যানিয়েলা ও অ্যান্তোনেলা সেজ ফাব্রেগাসের পার্টনার ড্যানিয়েলা সিম্যানের সঙ্গেই ডিজাইনার জুতোর দোকান করেছেন বার্সায়। তিন ফুটবল তারকা ও তাদের পার্টনারদের সম্পর্ক পরিবারের মতোই। জানা গেছে, যে মদ্যপ ওই ভাস্কর্যটিতে ভাঙচুর চালিয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন