ট্রাম্পকে ‘কার্টুন’ বললেন ম্যারাডোনা!

উচিত কথা বলতে কোনোদিনই দ্বিধা করেন না আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। এবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ‘কার্টুন’ বলে মন্তব্য করলেন তিনি! এই ফুটবল কিংবদন্তির মন্তব্য এখন তুমুল আলোচনায়।

ফিফার আমন্ত্রণে কনফেডারেশনস কাপের ফাইনাল দেখতে রাশিয়ায় গিয়েছিলেন ম্যারাডোনা। ম্যাচ শেষে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানে তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিষয়ে কিছু বলতে অনুরোধ করেন স্থানীয় সাংবাদিকরা।

কোনোরকম রাখঢাক না করে ম্যারাডোনা বলেন, ‘পুতিন অসাধারণ এক ব্যক্তিত্ব। খুব আধুনিক মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তি। হুগো শাভেজ ও ফিদেল ক্যাস্ট্রোর পর পুতিন, ড্যানিয়েল ওরতেগা আর ইভো মোরালেস শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম। যদি রাজনীতির কথা বলি, ট্রাম্প আমার কাছে একজন কার্টুন চরিত্র। তার আচার আচরণ চরম বিরক্তিকর! যখন আমি তাকে টিভিতে দেখি, প্রত্যেকবার চ্যানেল বদলে দেই। ‘

ফুটবল ঈশ্বর আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো মোড়ল দেশ নয়। আপনি যখন ট্রাম্পের মতো কোনো কার্টুন চরিত্র দেখবেন তখন আপনি বুঝবেন যেন সবাই তার শত্রু। আমি মনে করি, যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। রাশিয়া, চীন অথবা উত্তর কোরিয়ার কথা কারো ভুলে যাওয়া উচিত নয়। ‘