মাগুরা আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
মেহেরপুর কে হারিয়ে ফাইনালে ঝিনাইদহ জেলা ফুটবল দল
মাগুরা প্রতিনিধি: মাগুরায় আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার প্রথম সেমি ফাইনাল খেলায় মেহেরপুর কে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিনাইদহ জেলা ফুটবল দল । তারা ৪-০ গোলের ব্যবধানে মেহেরপুর জেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে ।
চরম উত্তেজনাপূর্ণ এ খেলায় ঝিনাইদহ জেলা দলের চৌকস খেলোয়াড় খোকন একাই ১ম ও ২য় আর্ধে ৩ টি গোল করে । পরে ঝিনাইদহ দলের পক্ষে ২য় আর্ধের ৩৬ মিনিটে টিটো আরো ১ টি গোল করে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেয় । নির্ধারিত খেলায় মেহেরপুর দল কোন গোল করতে সক্ষম হয়নি । ফলে ৪-০ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
খেলায় সেরা খেলোয়ার নির্বচিত হয় ঝিনাইদহ জেলা দোলের চৌকস খেলোয়ার খোকন। তার হাতে ম্যাচ সেরার পুরুস্কার তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান । এসময় উপস্তিত ছিলেন হুসাইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ্যাড.হাসান সিরাজ সুজা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে । খেলায় খুলনা বিভাগের ১০ টি জেলা অংশ নিচ্ছে। আগামী মঙ্গলবার ২য় সেমি-ফাইনাল খেলায় শক্তিশালী মাগুরা জেলা ফুটবল দল মুখোমুখি হবে নড়াইল জেলা দলের ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন