‘মোদি নিজেকে হিন্দু বললে ঠিক, আর আমি নিজেকে মুসলিম বললে দোষ’

ধর্মীয় ইস্যু নিয়ে কংগ্রেস ও বিজেপিকে একহাত নিলেন সারা ভারত মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, মোদি নিজেকে হিন্দু বললে ঠিক, আর আমি নিজেকে মুসলিম বললে দোষ।

গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে দু’‌দলই ধর্মকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছেন বলে দাবি করেন আসাদুদ্দিন। বিজেপি সভাপতি অমিত শাহকে কটাক্ষ করে আসাদুদ্দিন দাবি করে বলেন, ‘রাজনৈতিক ফায়দার জন্য ‌হিন্দু না হয়েও নিজেকে হিন্দু বলে প্রচার করেন তিনি।’‌

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপারেও বলতে ছাড়েননি আসাদুদ্দিন। তিনি বলেন, ‘‌যখন মোদি নিজেকে হিন্দু বলেন তখন সকলের কাছে তা ঠিক। কিন্তু যখন আমি নিজেকে মুসলিম বলি তখনই সেটা সকলের চোখে লাগে।’‌

গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের সময় কংগ্রেস সহ–সভাপতি রাহুল গান্ধীর নাম রেজিস্টার করা হয় ‘‌অ–হিন্দু’‌ তালিকায়। অভিযোগের তীর ওঠে রাহুলের জনসংযোগকারী কর্মকর্তা মনোজ ত্যাগির ওপর। তিনিই এই ভুলটি করেন।

বিজেপি এ নিয়ে কংগ্রেসকে আক্রমণও করে। আসাদুদ্দিন এ বিষয়ে বলেন, ‘‌ধর্ম নিয়ে একে অপরকে আক্রমণ করা ঠিক জিনিস নয়। হিন্দু ধর্ম নিয়েই দু’‌টি রাজনৈতিক দল পরস্পরের সঙ্গে লড়াই করছে। এভাবে নির্বাচনে জয়ী হওয়া যায় না।’‌