দূর্গাপূজা

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬‘শ চা শ্রমিক পেলো বস্ত্র

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ইউপি সদস্য ও মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী’র পরিবারের পক্ষ থেকে দরিদ্র চা শ্রমিকদের মাঝে পূজার শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে মিরতিংগা চা বাগানে ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে ও মাসুদ আলীর সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদিপ বর্মন, বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই, দাতা পরিবারের সদস্য সঞ্জয় বাউরি প্রমুখ।

উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন আ.লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুত্তম বর্ধন, পঞ্চায়েত কমিটির সাবেক সম্পাদক সু নারায়ন কুর্মি, ব্যবসায়ী রাধা সাম পাল, মো. মজনু মিয়া, বিকাশ তাতি প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ধনা বাউরী’র পরিবারের পক্ষ থেকে পুজার শুভেচ্ছা উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়।