মৌলভীবাজার সীমান্তের বিপরীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি সীমান্তের বিপরীতে ভারতের বিএসএফের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশের অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

জুড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে বটুলি সীমান্তে ভারতীয় অংশে কয়েকজন বাংলাদেশি প্রবেশ করলে বিএসএফ তদের উপর গুলি চালায়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও আব্দুল মুনিম বাপ্পী (২৫) নামের একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে বটুলী এলাকার বাসিন্দা। তার মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি।

ফুলতলা ইউনিয়নের মেম্বার মইনুদ্দিন জানান, ‘শনিবার ভোরে বটুলি গ্রামের আব্দুল গফুরের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল মুনিম বাপ্পীর মরদেহ পাওয়া যায়।’

বিজিবি স্থানীয় ক্যাম্পের অধিনায়ক সিদ্দিকি জানান, ‘আমরা খবর শুনেছি এবং বিএসএফের সাথে যোগাযোগ করেছি।’