ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পরীক্ষায় ৬৩ হাজার এইচএসসি পরীক্ষার্থীর অংশগ্রহণ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে এবছর ২০২২ সালের এইচএসসিতে ৬৩ হাজার ১৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে।
চার জেলার ২৮৯টি ইনস্টিটিউটের ৮৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে পরিদর্শন ও মনিটরিং টীম গঠনসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।
এ বছর ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থী বেশী ১ হাজার ৬৯ জন। গত বছরের চেয়ে এবছর ৬ হাজার ৬৬জন পরীক্ষার্থী কম পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। গত বছর পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ২১৭ জন। অটোপাশ এবং ও শর্ট সিলেবাসসহ করোনার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে সংশ্লিষ্টরা জানান।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল আরো জানান, জেলা ওয়ারী নিয়মিত ময়মনসিংহে ২৯৯২০, নেত্রকোণায় ১২৪৩৭, জামালপুরে ১২৯৭৭ ও শেরপুরে ৭০৩০ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের জানান, সুষ্ঠু ও নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্র ব্যবস্থাপনা, পরিদর্শন ও মনিটরিং টীম গঠনসহ সকল ব্যবস্থার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন