দ্বিতীয় বারের মতো ইএলডিসি কুবি’র আয়োজন ‘ক্যারিয়ার-এক্স’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব এবং বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) এর যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে চাকরি প্রত্যাশী তরুণদের মাঝে বর্তমান সময়ের জনপ্রিয় একটি প্রোগ্রাম ‘ক্যারিয়ার-এক্স’।

আগামী ৫ই ডিসেম্বর (সোমবার) থেকে এ প্রোগ্রামটি অনলাইনে শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) একটি দেশীয় অলাভজনক প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠাকাল থেকেই তরুণ প্রজন্মদের কর্পোরেট জগতে নেতৃত্ব যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের চাকরি সংক্রান্ত ও ব্যক্তিক দক্ষতা উন্নয়ন মূলক প্রোগ্রামের আয়োজন করে আসছে। গত বছরের মতো তাই চলতি বছরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর সাথে চুক্তিবদ্ধ হয়ে শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩য়, ৪র্থ শিক্ষাবর্ষসহ মাস্টার্সের শিক্ষার্থী এবং ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য এই প্রোগ্রামটি বিনামূল্যে আয়োজন করছে বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি)।

এ বিষয়ে এন্ট্ররপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) এইচ আর এন্ড এডমিন ডিপার্টমেন্টের হেড মো. মেহেদী হাসান বলেন,’ইএলডিসির দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ক্যারিয়ার-এক্স প্রোগ্রামটি কুবি শিক্ষার্থীদের প্রফেশনাল স্কিল গুলো আয়ত্ত করতে, ক্যারিয়ার সম্পর্কে জানতে এবং জব প্লেসমেন্টের সুযোগ করে দিবে৷ শিক্ষার্থীরা এই শিক্ষনীয় প্রশিক্ষণে সামিল হয়ে দক্ষতা অর্জন করে নিজেকে অন্যদের তুলনায় এগিয়ে নিতে পারবে। তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিওয়াইএলসি’র এই আয়োজনকে সাধুবাদ জানাই। আশাকরি, কুবিয়ানরাও নিজেদের এগিয়ে রাখতে ক্যারিয়ার-এক্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারে নিজেদের সম্পৃক্ত করবে।’

এর আগে গত ২৮ অক্টোবর (সোমবার) থেকে ‘ক্যারিয়ার-এক্স’ প্রোগ্রামের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়। যা আগামী ১২ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত চলবে।
এরপর বিভিন্ন ধাপে যাচাই-বাছাই সম্পন্ন হলে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে, যেখান থেকে পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সহ স্থায়ীভাবে চাকরি করার সুযোগ পাবে।

উল্লেখ্য, বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) ‘ক্যারিয়ার-এক্স’ প্রোগ্রামটি একটি পেইড প্রোগ্রাম, যার নির্ধারিত ফি ২০০০ টাকা। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি এবার বিনামূল্যেই সরবারহ করবে এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) সাথে চুক্তিবদ্ধ হওয়া এই প্রতিষ্ঠানটি। দ্বিতীয় বারের মতো কুবি শিক্ষার্থীদের জন্যে আয়োজিত হচ্ছে ‘ক্যারিয়ার এক্স’। প্রথমবারে সফলভাবে ৫৫ জন শিক্ষার্থী এটি সম্পন্ন করেন।