যশোরের মণিরামপুরে অনুমোদন ছাড়া সার বিক্রি, দু’দোকানিকে জরিমানা
যশোরের মণিরামপুরে কৃষি সম্প্রসারণ দপ্তরের অনুমতি না নিয়ে সার বিক্রিসহ কয়েকটি অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার টেংরামারী ও জালালপুর বাজারে অভিযান চালিয়ে দোকান দুটির মালিককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় দাস, দর্পন বিশ্বাস, খেদাপাড়া ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন হোসেন উপস্থিত ছিলেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, টেংরামারী বাজারের ব্যবসায়ী সুলতান উদ্দিন ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে একই সাথে গ্যাস সিলিন্ডার, মুরগির খাবার, সার ও কীটনাশক বিক্রি করছিলেন। তার সার ও কীটনাশক বিক্রির অনুমোদন নেই। এসব অভিযোগে আদালত সুলতান উদ্দিনকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
সঞ্জয় দাস আরো বলেন, এছাড়া কীটনাশকের অনুমতি নিয়ে সার বিক্রির অভিযোগে একইদিন জালালপুর বাজারের মহিবুল ইসলামকে ৫ হাজার জরিমানা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন