যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো গুদামে, আহত-২
যশোরের মণিরামপুরে এসডি পরিবহনের ঢাকা ফেরত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গুদাম ঘরে ঢুকে পড়েছে। এ সময় পরিবহনের দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় গুদামে কেউ না থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে যশোর-চুকনগর সড়কের জালঝাড়া এলাকায় একটি নসিমনকে বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খুলনার পাইকগাছার তোকিয়া এলাকার শাহাদাৎ হোসেন (২৯) ও তালার হরিহরনগরের রাশেদ হোসেন(১৮)।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন। তাদের দুজনেরই ডান পা ভেঙে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মী বিল্লাল হোসেন বলেন- ঢাকা থেকে ছেড়ে আসা এসডি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রোববার বিকেলে খুলনার পাইকগাছায় যাচ্ছিল। বিকেল ৪টার দিকে বাসটি মণিরামপুরের জালঝাড়া এলাকায় পৌঁছায়। এ সময় যশোরগামী একটি দ্রুতগতির নসিমনকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পাশের একটি পরিত্যক্ত গুদামে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। এতে বাসের দুই যাত্রী শাহাদাৎ হোসেন ও রাশেদ হোসেনের ডান পা ভেঙে গেছে।
বিল্লাল হোসেন বলেন- আহতদের মধ্যে শাহাদাৎ হোসেনের ডান পা কয়েকদিন আগে অপর একটি দুর্ঘটনায় ভেঙে গিয়েছিল। ঢাকা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ভাঙা পায়ের চিকিৎসা নিয়ে তিনি এসডি পরিবহনে চড়ে বাড়ি ফিরছিলেন। রোববার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গুদামে ঢুকে পড়ায় আবার শাহাদাতের ডান পায়ের অন্য অংশে ভেঙে গেছে। আহত দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন