যশোরের মণিরামপুরে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলসহ আটক-৩
যশোরের মণিরামপুরে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঘিবা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- উপজেলার ঘিবা গ্রামের আনোয়ার সরদারের ছেলে আকরাম হোসেন (২৭), ঝিকরগাছার শহিদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও কলারোয়ার কাজিরহাট গ্রামের মৃত. আফসার আলীর ছেলে ফিরোজ আলী (২৫)।
শুক্রবার (২৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের অফিনায়ক মেজর মোহম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ঘিবা গ্রামের আকরাম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই বাড়ি থেকে ৬ লাখ ৬৭ হাজার পিস জাল ষ্ট্যাম্প (ব্যান্ডরোল) ও ১৯ হাজার ৬০ প্যাকেট নকল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন