যশোরের মণিরামপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

যশোরের মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামে মিনহাজুল আবেদীন (২৬) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার সালামতপুরের শিক্ষক ফারুক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি-২০২৩) সকালে সালামতপুর গ্রামের বাড়িতেই নিজের সোয়ার ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে- মিনহাজুল গত এক বছর মানসিকভাবে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। মিনহাজুল আবেদীন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার তার আত্মহত্যার খবর শুনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ওই শিক্ষার্থীর শোকাবহ পরিবারের কাছে ছুঁটে যান। পিতা-মাতার বরাত দিয়ে নাজমা খানম জানান- মিনহাজুল ইসলাম দীর্ঘ এক বছর মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান- মিনহাজুলের মরাদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।