‘যারা লালন-নজরুল শোনে তারা জঙ্গি হতে পারে না’

যারা জাতীয় সঙ্গীত গায়, লালন-নজরুল সঙ্গীত শোনে, রবীন্দ্র পড়ে তারা কখনো জঙ্গিবাদে জড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদে জড়িয়ে ভালোর পথে ফেরার চেষ্টা করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কথা বলেছি যারা জঙ্গি অভিযানে নিহত হয়েছে তাদের পরিবারের সঙ্গেও। আসলে কেন তরুণরা জঙ্গিবাদে জড়ায়। সংস্কৃতিমনা, স্পোর্টসম্যান কিংবা মননশীলরা কখনো জঙ্গিবাদে জড়ায় না।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার আয়োজিত ‘সহিংস উগ্রবাদবিরোধী যুব সংলাপ’শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।