যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিটার্ন ২০২২ ক্রেডিট ও রিফান্ড অনেক কম পাওয়া যাবে : আইআরএস

যুক্তরাষ্ট্রে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে গত বছর প্যান্ডেমিকের কারণে অনেক ট্যাক্সদাতা বিভিন্ন খাতে বড় অংকের রিফান্ড বা ট্যাক্স ক্রেডিট পেয়েছেন।

২০২২ সালের ট্যাক্স রিটার্নকালে সেই অর্থ পাওয়া যাবে না। তার পরিবর্তে অনেক কম অর্থ পাওয়া যাবে। আইআরএসের দেয়া তথ্য অনুযায়ী কোনো কোনো ক্রেডিট বা রিফান্ড প্রিপ্যান্ডেমিক সময়কালে প্রাপ্ত কিংবা কিছুটা কম-বেশি পাওয়া যাবে। যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড এন্ড ডিপেনডেন্ট কেয়ার ক্রেডিট পাওয়া যাবে ২০১৯ সালের সমান।

আইআরএস তাদের ওয়েবসাইটে জানাচ্ছে, ২০২১ সালে অর্থাৎ গত বছর যার ট্যাক্স রিটার্নে চাইল্ড ট্যাক্স ক্রেডিট খাতে প্রতিটি শিশু সন্তানের জন্য ৩,৬০০ ডলার পেয়েছেন, ২০২২ সালের ট্যাক্স রিটার্নে তারা পেতে পারেন ২০০০ ডলার। আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট খাতে যারা পাওয়ার যোগ্য তাদের যদি সন্তান না থাকে, গতবছর পেয়েছিলেন প্রায় ১,৫০০ ডলার, তারা এ বছর পাবেন ৫০০ ডলার। গত বছর যারা চাইল্ড এন্ড ডিপেনডেন্ট কেয়ার ক্রেডিটের খাতে পেয়েছিলেন ৮০০০ ডলার, তারা এ বছর পাবেন ২,১০০ ডলার।

আইআরএস তাদের ওয়েবসাইটে লিখেছে, এখনো ট্যাক্স রিটার্নের তারিখ ঘোষিত হয়নি। তবে তা যে জানুয়ারি মাসেই শুরু হবে সে কথা উল্লেখ করা হয়েছে।