রংপুরের পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় আহত-২
রংপুরের পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জুন) বেলা ১২টায় রংপুর -ঢাকা মহাসড়কের বড়দরগা ফ্লাইওভার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ২১-৪৪২১) পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী বড়দরগা ভক্তিপুর গ্রামের গোলাপ মিয়ার পুত্র শাহীন মিয়া (৩৫) ও একই গ্রামের ইউসুফ মিয়ার পুত্র বাবু মিয়া (৩৪) গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করে।
এ সময় কার চালক পালিয়ে গেলেও কারটি জব্দ করেছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন