রংপুরের পীরগঞ্জে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস কনফারেন্স
রংপুরের পীরগঞ্জে মুজিব বর্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে অনুকুলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়।
রোববার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে তিনি জানান, ৩য় পর্যায়ে পীরগঞ্জে ২শ’৪০ টিকে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১শ’২০টি পরিবারকে জমি হস্তান্তর করবেন। এসব ঘরে রয়েছে ২টি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার। এছাড়াও এসকল পরিবারের জন্য নিশ্চিত করা হবে বিদ্যুৎ ও সুপেয় পানি।
উল্লেখ্য, ২০২১ সালের ২০ জানুয়ারি ১ম পর্যায়ে ৬৯হাজার ৯শ’ ০৪টি, একই সালের ২০ জুন ২য় পর্যায়ে ৫২হাজার ৯শ’ ৪৫টিকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন