রংপুরের পীরগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

রংপুরের পীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (৫ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে তার অস্থায়ী প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পণ ও ইমাম-মুয়াজ্জিনের মাঝে নগদ অর্থ বিতরণের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ভূঞা জনি, সিনিয়র মৎস অফিসার আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা- আরিফুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহীন মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেষে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কল্যাণ ট্রাস্ট তহবিল হতে ৯জন ইমাম-মুয়াজ্জিনকে ৪হাজার টাকা করে প্রদান করা হয়।