রংপুরে ডাকাত চক্রের পাঁচজন গ্রেপ্তার

রংপুরে পীরগঞ্জে চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার ১১ ঘণ্টার মধ্যে বিভিন্ন থানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬টি ধারালো চাকু, ৮টি স্মার্ট ফোন ও একজোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, চতরা ইউনিয়নের আগা-চতরা গ্রামের সাইদুর রহমানের ছেলে ফিরোজ মিয়া, জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান, বড় আলমপুর ইউনিয়নের স্কুল পাড়া গ্রামের মিয়ামত আলীর ছেলে মোহাম্মদ আলী, টুকুরিয়া ইউনিয়নের বড় গোপিনাথপুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে শাহজাহান আলী ও ডাকাতির ঘটনায় স্বর্ণ ক্রয়কারী চতরা ইউনিয়নের রুহুর আমিনের ছেলে মনোয়ার হোসেন।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গত শুক্রবার ( ১২ জানুয়ারি) ডাকাতির উদ্দেশ্যে রাতে গাজীপুর জেলার চান্দুরা বাস স্ট্যান্ডে হামিম বাসে যাত্রী হিসেবে ছন্দবেশে ওঠে।১৩ই জানুয়ারি রাত ১ টায় বগুড়া জেলার শেরপুর ফুড ভিলেজে যাত্রা বিরতি সময় পরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তারকৃত চারজন সহ আটজন রাত ৩টার সময় পীরগঞ্জ থানার লালদীঘি ওভারব্রিজ পার হয়ে ডাকাত দলের সদস্যরা বাসের ড্রাইভার সুপারভাইজারসহ বাস যাত্রীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে। বাসের ড্রাইভারকে স্টেয়ারিং থেকে ধারালো চাকুর ভয় দেখিয়ে উঠিয়ে দিয়ে ডাকাত মেহেদী বাসটি চালিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে রংপুর অভিমুখে বাসটি নিয়ে যেতে থাকে। পথিমধ্যে ডাকাত ফিরোজ, মোহাম্মদ আলী, শাহজাহান সহ অন্যান্য ডাকাতরা ধারালো চাকু দিয়ে বাসের যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এতে অনেক যাত্রী আহত হয়। ডাকাতরা ধারালো চাকর ভয় দেখিয়ে ৮টি স্মার্টফোন নগদ ৪২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুন্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করা হলে ১১ ঘণ্টার মধ্যে পীরগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় তাদের গ্রেপ্তার করে।