রংপুরে নিন্মমানের কাজ: নির্মাণাধীন স্কুলের ঢালাই ভেঙ্গে দিলো প্রকৌশল বিভাগ

রংপুরের পীরগঞ্জে নিন্মমানের কাজ করায় এলাকাবাসীকে সাথে নিয়ে নির্মাণাধীন প্রাথমিক বিদ্যালয়ের লিনটেল ঢালাই ভেঙ্গে দিলো কর্তৃপক্ষ।

শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভবন নির্মাণের শুরু থেকেই এলাকাবাসী ওই স্কুল নির্মাণে অনিয়মের অভিযোগ করে আসছিল।

অফিস সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ৯৮ লক্ষ ২৯ হাজার টাকা বরাদ্দে তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তি প্রস্তরের ১ম তলা সম্পন্নের কার্যাদেশ দেয়া হয়। রংপুরের মেসার্স তাহিদী কন্সট্রাকশন ওই ভবন নির্মাণের কার্যাদেশ প্রাপ্ত হন। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে কাজটি নিজে না করে স্থানীয় ঠিকাদার খালাশপীর বন্দরের এনামুল হকের নিকট কাজটি বিক্রি করে দেয়। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ঠিকাদার এনামুল কোনও কিছুর তোয়াক্কা না করে কাজের শুরু থেকেই নির্মাণ কাজে অনিয়ম করে আসছিল। নিন্মমানের কাজ হওয়ায় দফায় দফায় বিভিন্ন দফতরে একের পর এক অভিযোগ করেন এলাকাবাসী।

এরই প্রেক্ষিতে উপজেলা প্রকৌশল অফিস অবহিত হলে তদন্তের পর উপজেলা প্রকৌশলী মশিউর রহমান লিনটেল ঢালাই ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করে।

শনিবার উপসহকারী প্রকৌশলী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগীতায় নিলটেল ঢালাই ভেঙ্গে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, ‘স্পেসিফিকেশন বহির্ভূত কাজ হওয়ায় এবং প্রকৌশল অফিসকে না জানিয়ে কাজ করায় তা ভেঙ্গে ফেলা হয়েছে।’

সাব-ঠিকাদার এনামুল হক জানান, ‘ঢালাইয়ে ৪টি ১২ এম.এম রড ব্যবহার করার কথা। কিন্তু মিস্ত্রি ভূল করে ২টা ১০ এম.এম ও ২টা ১২ এম.এম রড দিয়েছে। এজন্য অফিস লিনটেল ঢালাই ভেঙ্গে দিয়েছে।’

তদারকী কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ‘আমার স্ত্রী ও মেয়ে সড়ক দূর্ঘটনায় আহত হওয়ায় আমি তাদের চিকিৎসায় ব্যস্ত থাকার সুযোগে ঠিকাদার অনিয়ম করেছে।’