রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য প্রস্তুত নয় রাখাইন : রেডক্রস

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্য এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা রেডক্রস। রাখাইন রাজ্য সফর শেষে রোববার এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান পিটার মরার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

তবে মিয়ানমার বলছে, তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত এবং প্রথম পর্যায়ে যেসব রোহিঙ্গা ফেরত যাবে তাদের জন্য রাখাইন সীমান্তের কাছে অস্থায়ী দুটি রিসেপশন সেন্টার স্থাপন করা হয়েছে।

কিন্তু রেডক্রস প্রেসিডেন্ট পিটার বলছেন, তিনি রাখাইন ভ্রমণে যা দেখেছেন তাতে শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয়। রোহিঙ্গাদের ছেড়ে আসা বাড়ি-ঘর পরিত্যক্ত এবং যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে সেভাবেই রয়েছে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির এ প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ‘আমি মনে করি, পূর্ণাঙ্গভাবে প্রত্যাসন প্রক্রিয়া শুরু করতে হলে আরো অনেক কাজ করতে হবে, বিশেষ করে প্রত্যাবাসনের পর তাদের অবকাঠামোসহ অন্যান্য প্রস্তুতির ব্যাপার আছে এটাই বাস্তবতা।’

তবে পিটারের মন্তব্য নিয়ে মিয়ানমার সরকার এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি চেকপোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে অভিহিত করে।

কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ অস্বীকার করে আসছে। নেইপিদোর দাবি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, বার্মিজ আর্মির ওই বর্বর অভিযানে কয়েক হাজার রোহিঙ্গা নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আর ইতিহাসের জঘন্যতম ওই সহিংসতার শিকার হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।