নূরকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে জোর করে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের এ শিক্ষার্থী।

শনিবার কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলনের প্রাক্কালে ব্যাপক মারধরের শিকার হন তিনি।

হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের নুরুল হক জানান, প্রথমে পুলিশ তাকে গ্রেপ্তারের কথা বলে চলে যায়। এর কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ধরনের নোটিশ ছাড়াই চিকিৎসা না দিয়ে তাকে বের করে দেয়।

তবে এ বিষয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

শনিবার মারধরে গুরুতর আহত হয়ে নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাকে সেখানেও চিকিৎসা নিতে দেয়া হয়নি। পরে ধানমন্ডির বেসরকারি আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন তিনি।