লকডাউনের ২য় দিনে রাজধানীতে আটক ৩২০

করোনা মাহামারি মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিনা প্রয়োজনে লকডাউন উপেক্ষা করে বাইরে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।এরমধ্যে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। ৩২০ জনের মধ্যে মিরপুরে আটক হয়েছেন ৩০ জন।

শুক্রবার (২ জুলাই) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সরকারি বিধিনিষেধ পরিপালনে মিরপুরের বিভিন্ন পয়েন্টে শুক্রবার বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।’

ডিসি মাহতাব উদ্দিন বলেন, ‘জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন, তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় আটক করা হচ্ছে।