লালমনিরহাটের কালীগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে আশরাফুল ইসলাম (৩২) এক মাদকসেবীকে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস যৌথভাবে এক মাদক বিরোধী অভিযানে তাকে আটক করে ওই শাস্তি দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা প্রাপ্ত আশরাফুল ইসলাম উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মোঃ নূরুল আমিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমামের নেতৃত্বে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ঢাকাইয়াটারী এলাকার মোঃ আশরাফুল ইসলামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে (ফেন্সিডিল) সেবনকালে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার নগদ ১ হাজার ৫শত টাকা জরিমানা ও ১বছর ১১ মাস সাজা দেয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর এলাকায় যৌথ বাহিনী সহকারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা কালে ২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে কোন মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন