লালমনিরহাটের হাতীবান্ধায় শষ্য ও সবজি বীজ বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরর্বতী ৬টি ইউনিয়নের ১১ গ্রামের দরিদ্র ৫শ’ ৫০ জন কৃষকের মাঝে শষ্য ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে আলহাজ্ব গহের আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুরিক ফাউন্ডেশনের অর্থায়নে ও কনসার্ন ওয়াল্ডওয়াইড এর সার্বিক সহযোগিতায় ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের অধীনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ধুবনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুলতান আহমেদ শিপুর সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্ষমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ডালিম কুমার সরকার, কনসার্ন ওয়াল্ডওয়াইডের ফিল্ড কো অর্ডিনেটর ওহিদুল ইসলাম, এসোডের হাতীবান্ধা ফিল্ড অফিসার মমতাজ বেগম ও সংস্থার ফিল্ড ফ্যাসিলেটর নুর ইসলাম চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, উক্ত প্রকল্পের আওতায় উপজেলার তিস্তা তীরর্বতী ১১টি গ্রামের ৫শ’ ৫০ জন কৃষকের মাঝে ভুট্রা, পিয়াজ, বাদাম, করলা, পালং শাখ, চাল কুমড়া, গাঁজর ও মিস্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়।