লালমনিরহাটের হাতীবান্ধায় সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) পর পর ৫ম বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গনে বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে।

তিনি আরো বলেন, ভাল ছাত্র হওয়ার আগে একজন ভাল মানুষ হতে হবে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলতাব হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সাথী, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো: তারিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, হাতীবান্ধা মহিলা কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সোবাহান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরন ও অতিথিদের হাতে ক্রেস্ট তুলেদেন শিক্ষক বৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অবুষ্ঠিত হয়েছে।