লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবীতে সড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হেল্পের উদ্যোগে নিরাপদ সড়কের দাবীতে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে ঘন্টাব্যাপি ঢাকা- বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি শেষে ইউএনও বরাবরে ১০দফা দাবী সম্মিলিত একটি স্বারকলিপি দেয়া হয়।

ইউএনও সামিউল আমিন ১০ দফা দাবী যৌক্তিক এবং কার্যকরে আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। ফলে সড়কে আটকে পড়া যানবাহন পুনরায় চলাচল শুরু করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন শাকিলুজ্জামান শাকিল, মমতাজুল মনোয়ার উদয়, হাফিজুর রহমান, অমি, ইনজামামুল হক আনন্দ প্রমুখ। একই দাবীতে স্থানীয় মেডিকেল মোড় গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন হাতীবান্ধা রক্তদান সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন তাদের সঙ্গে একাত্নতা ঘোষনা করে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে তারাও সড়ক অবরোধ তুলে নেয়।