লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোবেরুল ইসলাম মনার বিরুদ্ধে স্থানীয় থানায় চাঁদাবাজির অভিযোগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ আগস্ট) বিকেলে গোতামারী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছোবাহান, কাপড় ব্যবসায়ী আব্দুল বারেক, ইউপি সদস্যদের পক্ষ থেকে রুহুল আমিন ছোটন, আমিনুর রহমান ও ছোটন প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে দইখাওয়া বাজার ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ছোটভাই আব্দুল গাফ্ফারের সাথে ইউপি চেয়ারম্যান মোনাবেরুল ইসলাম মনার সঙ্গে বাকবিতণ্ডা ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল গাফ্ফার স্থানীয় থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন।
এ ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও চেয়ারম্যান পক্ষের লোকজন। তারা স্থানীয় দইখাওয়া বাজারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন