লিবিয়ায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলো বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি

লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজীস্থ প্রবাস সেবাদান প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার ২৬ মার্চ সকালের দিকে সোসাইটির সভাপতি ইন্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন,সিনিয়র সহ-সভাপতি ও উদ্যোক্তা মোঃ জাহের আলমসহ অন্যান্য উপস্থিত সদস্যরা যথাযোগ্য মর্যাদায় বেনগাজীস্থ অস্থায়ী কার্যালয়ে এ মহান দিবসটি পালন করেন।

ঘরোয়া পরিবেশে পালিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোসাইটির সিনিয়র সহসভাপতি জাহের আলমসহ অন্যান্যরা বলেন-স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় আমাদের প্রতিষ্ঠানেও করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে।
বৃহৎ আকারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার ইচ্ছে থাকলেও- করোনা ভাইরাসের কথা বিবেচনা করে এবারের মত সীমিত পরিসরে ঘরোয়া পরিবেশে এ দিবসটি পালন করা হয়েছে।

সেসময় আরো উপস্থিত ছিলেন,আব্দুল হালিম সহসভাপতি,সাধারণ সম্পাদক স্কান্দার অলি প্রমুখ।

লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজীসহ আশপাশের অসহায় প্রবাসীদের (IOM)’র মাধ্যমে দেশে পাঠানোসহ বিভিন্ন সেবাদানের কাজ অব্যাহত রয়েছে বলে অনুষ্ঠানের আয়োজকরা জানান।