শর্ত আরোপ করে শরণার্থী নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/US_Refugee2-555x290.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এখন থেকে সবাইকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে। ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ এগারোটি দেশের শরণার্থীদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই এমন সিদ্ধান্ত নিলো মার্কিন কর্তৃপক্ষ।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে শরণার্থীদের কঠিনভাবে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা সেক্রেটারি কার্স্টজেন নিলসেন।
‘কারা যুক্তরাষ্ট্রে ঢুকছে সেটা আমাদের জন্য ভালোভাবে জানাটা খুব গুরুত্বপূর্ণ,’ বলেন নিলসেন, ‘এই অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার ফলে কারও পক্ষে অসাধু উদ্দেশ্যে আমাদের শরণার্থী কর্মসূচিকে ব্যবহার করাটা কষ্টকর হবে। এবং একই সঙ্গে ব্যবস্থাগুলো নিশ্চিত করবে আমরা মাতৃভূমিকে রক্ষা করতে যেন আরও কঠোর ‘ঝুঁকি-নির্ভর’ পদক্ষেপ নিতে পারি।’
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার্থেই পদক্ষেপটি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
২০১৭’র অক্টোবরে দশ মুসলিম দেশ ও নর্থ কোরিয়াকে ‘উচ্চ ঝুঁকির দেশ’ হিসেবে চিহ্নিত করে দেশগুলোর উপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। গত তিন বছরে এই দেশগুলো থেকেই চল্লিশ শতাংশ শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন