পাকিস্তানকে লজ্জা দিয়ে ফাইনালে ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। যুব বিশ্বকাপের সেমিফাইনালে তেমনই লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটামোদীরা। তবে আশায় গুঁড়েবালি। ম্যাচটি হল নিতান্তই একপেশে। পাকিস্তানকে উড়িয়ে ২০৩ রানের বড় জয় তুলে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের সূচনাটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতেই ৮৯ রান তুলে ফেলেন পৃথ্বী শ ও মনোজ কারলা। পৃথ্বী ৪১ ও মনোজ ৪৭ করে ফেরেন। এর পর শুবমান গিলের অনবদ্য সেঞ্চুরিতে ২৭২/৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। ৯৪ বলে ৭ চারে ১০২ রান করেন গিল। এ ছাড়া অনুকূল রায় করেন ৩৩।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ মুসা নেন ৬৭ রানে ৪ উইকেট। এ ছাড়া ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন আরশাদ ইকবাল।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ২৯.৩ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় দলটি। দলের হয়ে মাত্র ৩ ব্যাটসম্যান ২ অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। সর্বোচ্চ ১৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান রোহেল নাজির।

পাকিস্তান ইনিংসে মূল ধ্বংসযজ্ঞ চালিয়েছেন বাংলার বাঁহাতি পেসার ইশান্ত পোরেল। প্রথম ৪ ব্যাটসম্যানকেই সাজঘরে পাঠান তিনি। দুটি করে উইকেট নিয়ে তাতে শামিল হন দুই স্পিনার শিভা সিং ও রিয়ান পরাগ।

ঐতিহাসিক সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে গিলের হাতে।

ফাইনালের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল।