শিবগঞ্জে মোকামতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করলো ইউএনও
বগুড়ার শিবগঞ্জ মোকামতলায় অগ্নিকান্ডে ৩টি বসত বাড়িসহ ৪টি গাভী, আসবাবপত্র পুড়ে ছাই হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন ইউএনও।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চাকলমা গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবাররা জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো আব্দুল হান্নান (৫৫), মাহফুজার রহমান (৪২), মাহাবুল হোসেন (৪০)।
বুধবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন। এবং তাদের মাঝে নগদ ২০ হাজার টাকা অনুদান ও শুকনা খাবার বিতরণ করেন। এসময় মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন