মাদারীপুরের শিবচরে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘শিবচরের এই উন্নয়নের জন্য সবচেয়ে বেশি যার অবদান, তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিগত দিনে খালেদা জিয়া ক্ষমতায় যখন ছিল তার ছেলে আমাদেরকে কী উপহার দিয়েছে। তার ছেলে (তারেক জিয়া) আমাদেরকে দিয়েছে ২১ আগস্ট উপহার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিয়েছে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার। এটাই পার্থক্য শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে।’

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে শিবচরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।