শীতার্তদের পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

প্রকৃতির নিয়মিত পালাবদলের নিয়ম মেনেই আবারও আবির্ভূত হয়েছে শীতকাল। শীতকালে প্রকৃতির নিষ্ঠুর শীতল পরিবেশ দরিদ্র মানুষের অসহায়ত্বকে করে তুলে আরও প্রকট। এসব অসহায় মানুষের অনেকেরই সামর্থ্য নেই এই তীব্র শীত মোকাবেলায় প্রয়োজনীয় শীতবস্ত্র কেনার। সুবিধাবঞ্চিত এই মানুষদের পাশে দাড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম সামাজিক সংগঠন ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব’।

ক্লাবটির উদ্যোগে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে শীতার্ত গ্রামীণ হতদরিদ্র পরিবারদের মাঝে ৮০০ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র জাহাঙ্গীর আলম, নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মেসবাউল হাসান চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

জানা যায়, সংগঠনটি শীতবস্ত্র বিতরণের জন্য গত ১৩ই ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে শীতবস্ত্র সংগ্রহ করে। পরবর্তীতে সংগৃহীত শীতবস্ত্র বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, ‘কঠিন সময়ে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার সুযোগ পেয়ে, আত্মতৃপ্তি অনুভব করেছি। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিলো অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করা এবং এই সুবিধাবঞ্ছিত মানুষদের মুখে হাঁসি ফোটানো।’
ক্লাবের অনুষদ উপদেষ্টা মেসবাউল হাসান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব নানা ভাবে সমাজের কল্যাণ এর জন্য কাজ করে আসছে। জনকল্যাণে এবারের ‘শীতবস্ত্র বিতরণ-২০২২’ এর কর্মসূচিও সুনিপুণ ভাবে সম্পন্ন হয়েছে।’

প্রসঙ্গত, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যার্থে কাজ করে আসছে। এছাড়া আগামীতেও স্বার্থহীন ভাবে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা