প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর :
‘শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি’
মাগুরা প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন,‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সবাইকে লেখাপড়া জানতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের আন্তজার্তিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।’
তিনি শুক্রবার সকালে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুররস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে আরো বলেন, ‘ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। এক শ্রেনীর মানুষ ইসলামের নামে নিজেরদের ইচ্ছাপুরণ করতে তরুণদের দিয়ে অপরাধ করাচ্ছে। সে সব খারাপ মানুষদের কাছ থেকে দুরে সরে নিজেদেরকে ভালো মানুষ গড়ে তুলতে হবে। মানুষ এবং দেশের সেবা করতে হবে।’
অধ্যক্ষ এবিএম মাহাফুজুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তোম আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাজ্জাদ হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন