সন্ত্রাস ভুলে ভালোবাসার আলিঙ্গন চাইছেন ব্রিটেন মুসলিম যুবক
রাস্তার পাশে দাঁড়িয়েছিল ছেলেটা। চোখে কালো কাপড় বাঁধা। সামনে রাখা প্ল্যাকার্ড। কিছু কথা লেখা ছিল সেখানে। ‘আমি একজন মুসলিম আর আমি তোমায় বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করে আমায় আলিঙ্গন করতে পারো?’ সাহস করেই কথাটা লিখেছিলেন বকতাশ নুরি।
বিশেষ করে সাম্প্রতিক ব্রিটেনের ম্যাঞ্চেস্টার জঙ্গি হামলার পর। কারণ হামলাস্থলের অদূরে দাঁড়িয়েই এই সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মুসলিম যুবক। ভেবেছিলেন সাড়া মিলবে না। কিন্তু ভুল ভাঙল তার। যখন প্রথম ব্যক্তি সাদরে গ্রহণ করলেন তার এই জীবনের বার্তা। সেখানেই থেমে থাকেনি এই শান্তির একের পর এক মানুষ এগিয়ে আসেন। আলিঙ্গন করে নেন এই শান্তির দূতকে।
ম্যাঞ্চেস্টারেই বাস করেন বকতাশ। ভিডিও ব্লগারের কাজ করেন তিনি। আরিয়ানা গ্রান্দের কনসার্টের নৃশংস হামলার ঘটনা ভীষণভাবে প্রভাবিত করেছিল তাকেও। ঘটনার দায় স্বীকার করেছিল আইএস জঙ্গি গোষ্ঠী। এরপরই কিছু মহলে সন্ত্রাসে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যা কানে যায় প্রবাসী মুসলিম যুবকেরও।
ম্যাঞ্চেস্টারের বাকি মানুষও কি তাই ভাবেন? এই প্রশ্নই জেগেছিল তার মনে। সে কারণেই এই উদ্যোগ নিয়েছিলেন মুসলিম যুবক। যাতে সাড়া পেয়ে অভিভূত তিনি। তিনি জানালেন, এখনও মনুষত্ব হারিয়ে যায়নি। আর এর জোরেই টিকে থাকবে পৃথিবী। কিছু মানুষের ‘জেহাদে’র নামে রক্তক্ষয় নয়, আখেরে জয় হবে ভালোবাসারই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন