সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি হুমকিদাতা সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মহসিন তালুকদার। তিনি সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।
পশ্চিমবঙ্গের সেই পূজামণ্ডপ ইস্যুতে রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক ভিডিওতে হত্যার হুমকি দেন মহসিন।
পরে অবশ্য মহসনি আবার লাইভে এসে ওই হুমকির বিষয়ে ক্ষমা চান এবং নিজের ভুলের কথা স্বীকার করেন।
এদিকে, সাকিব আল হাসানও সোমবার একটি ভিডিওতে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সেই পূজার ঘটনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন