সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু’র ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাবেক আইন মন্ত্রী, এডভোকেট আব্দুল মতিন খসরু’র ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী কৃষক মো. মহসিন ভুইয়া।

বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আবদুল মতিন খসরু ব্যাক্তিজীবনে ছিলেন অত্যান্ত অমায়িক ও ভদ্র।

তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুডিচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আইনাঙ্গনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ইন্তেকালে জাতি একজন সাহসী মানুষকে হারিয়েছে।