সাভারে চল্লিশ হাজার পাঁচশ পিচ ইয়াবাসহ তিন জন আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/25323237_953922238098414_1255737642_n-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিবেদক, (সাভার) : সাভার উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে চল্লিশ হাজার পাঁচশত পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ডিবি ঢাকা উত্তর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার পাচঁশত পিছ ইয়াবাসহ তোফায়েল আহমেদ (৩০), আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিছ ইয়াবাসহ আমিনুল্লাহ (৩৪) এবং আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ইয়াবাসহ আমির হোসেনকে (২০) আটক করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম আওয়ার নিউজ বিডিকে বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান সাভার থেকে মাদক পুরোপুরি নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন