সাভারে ডা. জাফরুল্লাহকে দেখার অপেক্ষায় দীর্ঘ সারি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীরকে শ্রদ্ধা জানাতে ও এক নজর দেখার জন্য সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ সারি করে দাড়িয়ে আছেন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল থেকেই গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ফুল হাতে দাড়িয়ে আছে অপেক্ষারত কয়েক শতাধিক মানুষ৷ এর পর সকাল ১১টায় সকলকে শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

গণস্বাস্থ্যের পাশের এলাকায় টাকসুতে থাকতেন শরিফ হোসেন। তিনি ছোটো থেকে ডা. জাফরুল্লাহকে দেখতেন। শরিফ বলেন, আমরা ছোটো কাল থেকে তাকে চিনি। আজ থেকে ১৫ বছর আগে দেখেছি তার শার্টের বেতাম ছেড়া। জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু তার মত মানুষ আমি দেখিনি। শুনেছি তার জন্য পেরাসিটামল ১ টাকা করে খাই, তা না হলে ২০ টাকা করে খেতে হতো এখন৷

এরপর জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ তার মরদেহ দাফন করা জন্য গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়৷