সিলেটের গৃহবধু খুনের ঘটনায় ভাসুর গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/sylhet-news-7.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটে গৃহবধু খুনের ঘটনায় ভাসুরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাফিক উদ্দিন।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানার একদল পুলিশ।
গ্রেফতারকৃত শফিক উদ্দিন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকায় স্বপ্না বেগম (৪২) নামে এক গৃহবধূ তারই স্বামীর বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং ১১ (০৪) ২০২৩)। পরবর্তীতে এই হত্যাকান্ডে জড়িত আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতরে বিয়ানীবাজার থানার পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিয়ানীবাজার থানার পুলিশ শ্বাসরুদ্ধকর এক অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি শফিক উদ্দিনকে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন