সিলেট-২ আসনে নৌকায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন শফিকপত্নী তাহমিনা চৌধুরী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/Pic-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নির্বাচনী প্রতীক ‘নৌকায় মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন শফিকপত্নী তাহমিনা আক্তার চৌধুরী। তাছাড়া নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন যুক্তরাজ্য থেকে আসা বিপুল সংখ্যক আত্বীয়-স্বজন।
তাদের সবারই লক্ষ্য দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বি ত সিলেট-২ আসনের ‘নৌকা’র বিজয় সুনিশ্চিত করা। প্রবাসীদের দাবি ওই এলাকার কাঙ্খিত উন্নয়নের জন্য আলহাজ্ব শফিকুর রহমানের কোন বিকল্প নেই।
নির্বাচনী মাঠে নৌকার প্রচারণায় অংশ নেওয়া আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর স্ত্রী’সহ আতœীয়-স্বজনরা পৃথকভাবে জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে চাঙ্গা করছেন ভোটের মাঠ। আর শফিকপত্নী তাহমিনা আক্তার চৌধুরী উপজেলা মহিলা আওয়ামী লীগ’সহ নারী নেত্রীদের সাথে নিয়ে ধারে ধারে যাচ্ছেন নারী ভোটারদের। ভোট কেন্দ্রে যেতে তাদেরকে উৎসাহিত করছেন।
শফিকপত্নী তাহমিনা আক্তার চৌধুরী বলেন, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী রাজনীতির জন্য পরিবারের সদস্যদেরকে ছেড়ে দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করছেন। তিনি শুধু মানুষের কল্যাণে কাজ করতে ভালবাসেন। একারণের নৌকাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। আর উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখুন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন