সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুলামগঞ্জের জামালগঞ্জে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার ১২ টায় বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক মাস্টার। শিক্ষক আবুল খয়েরের সঞ্চালনায়।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিক আহমেদ। বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুবদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোবারক হোসেন তালুকদার, ইউপি আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা খোকন চৌধুরী, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সিলেট মহানগর ছাত্রলীগের নেতা তানভীর কবির চৌধুরী সুমন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শফিকুল ইসলাম ভুইয়া, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এমপি রতন বলেন, আগস্ট মাস শোকের মাস, শোকাবহ আগস্ট ১৯৭৫ সালে ১৫ আগস্ট এর কালো রাতে ঘাতকের বুলেটের নিহত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করায় প্রতিষ্টানের কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, যার জম্ম না হলে বাংলাদেশের জম্ম হত না, সেই মহান নায়ক বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা স্বাধীন দেশ, বাংলাদেশ। শ্রদ্ধা জানাই বীর শহীদের যাদের বিনিময়ে আজ আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করছি, বিনম্র শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে। জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু।